E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু কর্ণার করাতে অনিহার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন 

২০২৩ মার্চ ০৮ ১৭:১৬:৫৮
বঙ্গবন্ধু কর্ণার করাতে অনিহার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন 

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে অবিভাবক ও শিক্ষার্থীদের সাথে খারাব ব্যবহার করা, বঙ্গবন্ধু কর্ণার করাতে অনিহাসহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তদন্ত কমিটির প্রধান উপজেলা শিক্ষা অফিসার কে.এম নজরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়েছে সহকারী শিক্ষক আমিরুল ইসলাম কে। সেখানে উল্লেখ করা হয়েছে আগামী ৯ মার্চ সকাল ১১ টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কমিটি তদন্ত করবেন।

অভিযোগকারীরা হলেন ওই প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য আব্দুর রশিদ ও কুরবান আলী।

অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলাম বলেন,এ সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।আমি অল্প কিছু দিন এ বিদ্যালয়ে যোগদান করেছি এর মধ্যে প্রায় ১৫দিন ছিলাম ইউআরসিতে। এর আগে আমি কিছু যৌক্তিক বিষয় নিয়ে জেলা শিক্ষা অফিসার মহোদ্বয়ের নিকট লিখিত অভিযোগ দিয়েছিলাম।তাছাড়া শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় নিয়ে এ ছাড়াও সোস্যাল মিডিয়ায় আমি শিক্ষকদের পক্ষে কথা বলি এসব কারনেই আমার বিরুদ্ধে একটি মহল সড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আশা করি তদন্ত করে প্রকৃত ঘটনার উম্মোচন করবেন শিক্ষা অফিসারসহ তদন্ত সংশ্লিষ্ঠরা।

তদন্ত কমিটির প্রধান ও উপজেলা শিক্ষা অফিসার কে.এম নজরুল ইসলাম বলেন অভিযোগের ভিত্তিত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

(একেএমজি/এসপি/মার্চ ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test