E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে ব্যবসায়ীকে হত্যায় ৫ জনের যাবজ্জীবন

২০২৩ মার্চ ১৩ ১৮:২৫:৩২
ঝিনাইদহে ব্যবসায়ীকে হত্যায় ৫ জনের যাবজ্জীবন

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-আনিচুর রহমান, রেন্টু, চান্দু, আতিয়ার রহমান ও মানিক। ৫ বছর দণ্ডপ্রাপ্তরা হলেন- নাসরিন খাতুন, আকরাম হোসেন, জামির আলী, আজিফা বেগম, এছেম আলী, ইউনুস মোল্লা ও পারুল বেগম। এদের মধ্যে ৬ জন পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার সাত ব্রীজ বাজারের কাপড় ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ৭ অক্টোবর দোকানের মালামাল কেনার জন্য জেলা শহরে আসেন। পরে ওই রাতেই অজ্ঞাত ব্যক্তি নবী হোসেনের পরিবারের কাছে মোবাইলে জানায় তাকে ফেরত পেতে হলে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। পরে কোন খোঁজ না পেয়ে তার ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৯ অক্টোবর একটি অপহরণ মামলা করেন।

অপহরণ মামলার আসামী নাসরিন ও আনিছুরের স্বীকারোক্তি অনুযায়ী যশোর সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রামে জামির আলীর বাড়ি থেকে ২০১০ সালের ৩১ অক্টোবর নবী হোসেনের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়। পুলিশ সেই মামলার তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন। অপর ৭ জনকে ৫ বছর করে কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

(একে/এসপি/মার্চ ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test