E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নিয়ামতপুরে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

২০২৩ এপ্রিল ১১ ১৭:৩১:৫১
নিয়ামতপুরে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সার ও বীর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা আক্তার বিথির সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সফিউল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ মহন্ত প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৩ হাজার ৫শ' ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। এর মধ্যে হাজিনগর ইউনিয়নে ৪শ’ ৮০ জনকে, চন্দননগর ইউনিয়নে ৩শ’৭৯ জনকে, ভাবিচা ইউনিয়নে ৩শ’ ৮০ জনকে, নিয়ামতপুর সদর ইউপিকে ৭শ’ জনকে, রসুলপুর ইউনিযনে ৫শ’ ৬০ জনকে, পাড়ইল ইউািনয়নে ৫শ’ ২০জনকে শ্রীমন্তপুর ইউনিয়নে ৪শ’ ২০ জনকে এবং বাহাদুরপুর ইউনিয়নে ৩শ ’৮০জনকে মোট ৩ হাজার ৫শ’ ১০জনকে বিনা মূল্যে সার ও বীজ প্রদান করা হয়।

(বিএস/এসপি/এপ্রিল ১১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test