E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃষ্টির পানির জন্য সাপাহারে ইস্তেখার নামাজ আদায়

২০২৩ এপ্রিল ১১ ১৭:৩৭:১১
বৃষ্টির পানির জন্য সাপাহারে ইস্তেখার নামাজ আদায়

নওগাঁ প্রতিনিধি : দীর্ঘ দিন বৃষ্টির পানির অভাবে মাঠ ঘাট ফেটে চৌচির অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হওয়ার উপক্রম হওয়ায় নওগাঁর সাপাহারে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চেয়ে ইস্তেখার নামাজ আদায় করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় সহস্রাধিক মানুষের সমন্বয়ে এ নামাজ অনুষ্ঠিত হয়। সাপাহার মডেল মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা মো: ওমর ফারুক ইস্তেখার ২রাকাত নামজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসুল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, পানির অভাবে নওগাঁর সাপাহার, পোরশা এলাকায় অবস্থিত প্রতিটি আমবাগানের আম ঝরতে শুরু হয়েছ। অভিজ্ঞ আমচাষী ও উপজেলা কৃষি দপ্তরের মতে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে আকাশ থেকে বৃষ্টি শুরু না হলে অধিকাংশ আম গাছ থেকে ঝরে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

(বিএস/এসপি/এপ্রিল ১১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test