E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে’

২০২৩ এপ্রিল ১২ ১৭:১৯:৫২
‘বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে’

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকি বলেছেন, বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্রের অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা আইনের শাসনের জন্য যে সংগ্রাম করে যাচ্ছি, তা প্রতিষ্ঠা করতে পারব না।

বুধবার (১২ এপ্রিল) ঝিনাইদহ জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আদালতে আগত বিচার প্রার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। সারা দেশে যতো কেস ফাইল হচ্ছে, সমাধানের গতিও ততো বেশি হচ্ছে।এসময় আইনজীবীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, তারা আদালতকে সহায়তা করলে সব সমস্যা দূর হয়ে যাবে।

প্রধান বিচারপতি আরও বলেন, বিচার প্রার্থীদের কষ্ট লাঘবের জন্য জেলায় জেলায় নির্মাণ করা হচ্ছে ন্যায়কুঞ্জ নামক বিশ্রামাগার। এ জন্য সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ন্যায়কুঞ্জ নির্মাণে প্রতি জেলায় ৫০ লাখ টাকা করে দেওয়া হবে। পরে প্রধান বিচারপতি আদালত চত্বরে গাছের চার রোপণ ও জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্টার তোফায়েল হাসান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, অন্য বিচারকসহ জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আকিদুল ইসলামসহ জেলার আইনজীবীরা।

(একে/এসপি/এপ্রিল ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test