E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রকাশিত খবরের প্রতিবাদ

২০২৩ এপ্রিল ১৯ ১৯:০৭:১১
প্রকাশিত খবরের প্রতিবাদ

গত কয়েকদিন ধরে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল,আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় আমাকে ও আমার পিতাকে নিয়ে 'শৈলকূপায় আ.লীগের পদ পেতে মরিয়া দুর্নীতিবাজ ও বিতর্কিতরা' শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দ্যেশ্যেপ্রণোদিত।

প্রকৃত পক্ষে আমার পিতা জন্মসূত্রে বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে আমিও আমার পিতার দেখানো পথে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করি।পরবর্তী উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হই। এর আগে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকাবাসীর খেদমত করেছি। আমারা কখনওই হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও লুটপাট করি নাই। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের নিবিড় সম্পর্ক। তাদের বিপদে আপদে সবসময় তাদের পাশে থেকেছি আমরা।

আমি কোন ধরনের টেন্ডার লুটপাটের সাথে জড়িত ছিলাম না। সব সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গঠনের জন্য আমি রাজনীতি করে আসছি। আসন্ন শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা নিয়ে একটা স্বার্থান্বেষী মহল আমাকে ও আমার পিতাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে করে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মো. শামীম হােসেন মোল্লা
সভাপতি
শৈলকূপা উপজেলা আওয়ামী যুবলীগ

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test