E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহ টিটিসির উদ্যোগে বদলে যাচ্ছে বেদে সম্প্রদায়ের জীবন ধারা

২০২৩ এপ্রিল ২৬ ১৯:৩৪:২১
ঝিনাইদহ টিটিসির উদ্যোগে বদলে যাচ্ছে বেদে সম্প্রদায়ের জীবন ধারা

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : সাপ আর বানর খেলা দেখিয়ে বেদে সম্প্রদায়ের মানুষ জীবিকা নির্বাহ করতেন। এখন এই পেশা আর চলে না। ফলে বেদে সম্প্রদায়ের সদস্যদের মুলধারায় ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ঝিনাইদহ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)। সমাজের অবহেলিত বেদে সম্প্রদায়কে কর্মমুখি করতে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সরকারি খরচে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে ঝিনাইদহ টিটিসিতে বেদে সম্প্রদায়ের নারী পুরুষের ১২ শিক্ষার্থী বিভিন্ন সেক্টরে প্রশিক্ষন নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাদের দেশের বাইরে পাঠানো হবে। এ ভাবে সমাজে অবহেলিত জনপদের মানুষদের নিয়ে ঝিনাইদহ টিটিসি ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বলে জানালেন কলেজটির অধ্যক্ষ মো. রুস্তম আলী। 

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় টিটিসির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। সেই থেকে সরকারের বিভিন্ন উদ্যগে শুরু মানব সম্পদ উন্নয়নের কাজ। জেলায় বেকারত্বের হার কমিয়ে দক্ষ জনশক্তি উন্নয়নে কাজ করছে ঝিনাইদহ টিটিসি। বর্তমানে বিভিন্ন সেক্টরে বেকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিনত করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে প্রশিক্ষন নিয়ে ছেলে মেয়েরা দেশ এবং দেশের বাইরে কাজ করে দেশের অর্থনিতিতে বড় ভূমিকা পালন করছে বলে জানান অধ্যক্ষ রুস্তম আলী।

সরজমিন গিয়ে দেখা যায় অধ্যক্ষ রুস্তম আলী ও জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সদিচ্ছায় অবহেলিত জনপদ এবং পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের মানুষদের নিয়ে নতুন পদক্ষেপ গ্রহন করেছে। বেদে সম্প্রদায়ের নারী পুরুষ উভয়কে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে তুলতে টিটিসি কর্তৃপক্ষ ড্রাইভিং, ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার ও সুইং আপরেটর হিসেবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, টিটিসিতে ভর্তি হওয়ায় আমরা নতুন নতুন কর্ম শিখছি এবং নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলছি। টিটিসির অধ্যক্ষ জানান, এখান ভর্তি হওয়া ছাত্রদের ৬ মাসের মধ্যে বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে। অন্য দিকে টিটিসি তে জাপানী ভাষাও শেখানো হচ্ছে। ইতোমধ্যে গত জানুয়ারী মাসে বেশ কয়েকজনকে জাপানে পাঠানো হয়েছে। তারা সকলেই এখন জাপানে কর্মরত।

(একে/এসপি/এপ্রিল ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test