E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে এসএসসি ও দাখিল সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

২০২৩ এপ্রিল ৩০ ১৭:৪৩:১৬
পলাশবাড়ীতে এসএসসি ও দাখিল সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

রবিউল ইসলাম, গাইবান্ধা : সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে রবিবার (৩০ এপ্রিল) এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় পৃথক ৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭শ’ ৫ জন। প্রথম দিনের এসএসসি’র বাংলা (আবশ্যিক)ও সহজ বাংলা প্রথমপত্র এবং দাখিল-এর কোরআন মাজীদসহ ভোকেশনাল পরীক্ষায় উপস্থিত ছিল ৪ হাজার ৪শ’ ১৮ জন। অনপুস্থিত ছিল ৮৫ জন পরীক্ষার্থী।

কেন্দ্র গুলো হচ্ছে; পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ, ফকিরহাট উচ্চ বিদ্যালয়, তালুকজামিরা উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।

প্রথম দিনের পরীক্ষা চলাকালে পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন।

এসময় থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, এসএম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব সুশীল চন্দ্র সরকার, ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ জাহিদুল ইসলাম, তদারকী কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছা. শাহনাজ আকতার, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. আতিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফিরোজ কবির আকন্দ ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল ও সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম। অপরদিকে; প্রথম দিনের পরীক্ষা চলাকালে সহকারি কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিনসহ সংশ্লিষ্ট অন্যন্যরা পৃথক পৃথক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়াও পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মুহা. মাহবুবুল আলম, বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ কেন্দ্র সচিব একেএম আব্দুর নুর, ফকিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব শফিকুল ইসলাম, তালুকজামিরা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব শাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(আর/এসপি/এপ্রিল ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test