E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে টর্স লাইটের আলো চোখে লাগাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ

২০২৩ মে ০৭ ১৬:৪৪:৪৬
পলাশবাড়ীতে টর্স লাইটের আলো চোখে লাগাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ

রবিউল ইসলাম, গাইবান্ধা : পলাশবাড়ীর বরিশালে টর্স লাইটের আলো চোখে লাগাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। 

অভিযোগে ও স্থানীয়ভাবে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের নব মুসলিম বেলাল হোসেনের ছেলে মিহির হাসান ওরফে সিয়াম লাইলাতুল কদরের অনুষ্ঠানের জন্য রাতে স্থানীয় বুড়িতলা বাজার থেকে লবন নিয়ে টর্স লাইট জ্বালিয়ে আসার সময় ভবানীপুর গ্রামের আজিজার রহমানের ছেলে এনামুল হক ওরফে পিপুল এর চোখে টর্স লাইটের আলো লাগলে সে সিয়ামকে মারপিট করে। সিয়াম কান্নারত অবস্থায় মসজিদের মুসল্লিদের কাছে ঘটনার বিষয় বললে মুসল্লিরা পিপুলের কাছে সিয়ামকে মারধরের কারণ জানতে চাইলে পিপুল আরো উত্তেজিত হয়ে তার বাড়ীতে দৌড়ে গিয়ে বাঁশের লাঠি, লোহার রড সহ দেশীয় অস্ত্রসস্ত্র হাতে তার সহযোগীদের সাথে নিয়ে মসজিদের মুসল্লিদের পথরোধ করে হামলা চালিয়ে মারপিট করে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এ সময় পিপুল ও তার সহযোগীদের হামলায় সাদ্দাম মিয়া, আঃ রাজ্জাক, মিজানুর রহমান, আজহার আলী, লাইজু বেগমসহ বেশ কয়েকজন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, পিপুল সব সময়ই এলাকার মানুষের সাথে সামান্য বিষয় নিয়েই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। তারা পিপুল ও তার সহযোগীদের শাস্তি দাবী করেন। এ ঘটনায় সিয়ামের বাবা বেলাল হোসেন বাদী হয়ে এনামুল হক ওরফে পিপুল, ডেভিট মিয়া, রেজাউল করিম, রুমি বেগম-কে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

(এস/এসপি/মে ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test