E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে কৃষক হত্যা মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

২০২৩ জুন ১২ ১৯:০৪:১৮
জামালপুরে কৃষক হত্যা মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান

রাজন্য রুহানি, জামালপুর : চাঞ্চল্যকর কৃষক দুলাল হত্যা মামলায় জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১২ জুন) ওই ইউপি চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ এহসানুল হক।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৭ এপ্রিল উপজেলার আলীরপাড়া গ্রামে ছাগল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক আবুল কাসেম দুলাল (৪৫) ট্যাটাবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পরদিন নিহত কৃষকের ভাই রেজাউল করিম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৪০ জনকে আসামি করা হয়।

মামলায় আসামি হবার ঘটনায় ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম উচ্চ আদালত থেকে ১ মাসের জামিনে ছিলেন।

সোমবার (১২ জুন) জামালপুর জেলা ও দায়রাজজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী জানান, ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

(আরআর/এসপি/জুন ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test