E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে অসহায় নারীর জমি ছিনিয়ে নেয়ার অভিযোগ

২০২৩ জুন ১৭ ১৪:২৫:১৬
ভৈরবে অসহায় নারীর জমি ছিনিয়ে নেয়ার অভিযোগ

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে জাল দলিল তৈরী করে নারগিস বেগম নামে অসহায় নারীর দখলিকৃত জমি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দলিলদাতার ওয়ারিশগণের বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইমামেরচর গ্রামে। ভুক্তভোগী নারী উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইমামেরচর গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার স্ত্রী।

স্থানীয়রা বলেন, উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইমামেরচর গ্রামের নোয়ারিশ আলীর বিক্রিত ১৯ শতক জমি দীর্ঘ ৪০ বছর যাবত ভোগ দখল করে আসছে নারগিস বেগমের পরিবার। নারগিস বেগমের দখলকৃত জায়গা জাল দলিল তৈরী করে ভৈরব উপজেলা ভূমি অফিস থেকে খারিজ করে বিক্রি করে দিয়েছে দলিলদাতা নওয়ারিশ আলীর ওয়ারিশগণ। তারা অবৈধ ভাবে জাল দলিল তৈরী করে প্রভাবশালী মহলের একটি সেন্ডিকেটের মাধ্যমে ভুক্তভোগী নারীর জায়গাটুকু দখলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা তাকে সহায়তা করতে গেলে আমাদেরও বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগী নারগিস বেগম বলেন, আমার শ্বশুরের কেনা সম্পত্তি দীর্ঘ ৪০ বছর যাবত আমাদের দখলে রয়েছে। হঠাৎ করে নওয়ারিশ আলীর নাতী আহাদ মিয়া গংরা একটি জাল দলিল সৃষ্টি করে আমাদের বিভিন্ন ভাবে হয়রানী করছে। প্রতিকার পেতে বিজ্ঞ আদালতে আমি জাল দলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। বর্তমানে ওই জায়গার উপর ১৪৪ দ্বারা জারি রয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে তারা আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। তাদের ভয়ে যে কোন ধরনের দুর্ঘটনার আশংকায় আছি।

এ বিষয়ে স্থানীর মেম্বার নাসির মিয়া জানান, নারগিস বেগম একজন অসহায় নারী। আহাদ মিয়া গংরা জোরপূর্বক জমি হাতিয়ে নিতে চাই। কিছু দুষ্কৃতিকারী সেন্ডিকেটের মাধ্যমে হয়রানীর শিকার হচ্ছেন নারগিস বেগমের পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত আহাদ মিয়া জানান, আমার দাদা ১৯৮২ সালে আমাদের বাপ চাচাদের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। নারগিস বেগম ভুয়া দলিলে সম্পত্তি দাবী করছে। আমাদের বিরুদ্ধে নারগিস বেগমের দায়ের করা মামলায় আমাদের পক্ষে আদালতের রায়ও পেয়েছি। আমাদের জায়গায় আমরা দখল করে সেখানে গাছ লাগিয়েছি।

শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া রিপন বলেন, নারগিস বেগমের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তারা কাগজ পত্রও দেখিয়েছে। অভিযুক্তরা এখনো আমার কাছে আসেনি। উভয় পক্ষ যদি আসে আমি শালিসের মাধ্যমে মিমাংসার চেষ্টা করবো।

(পিবি/এএস/জুন ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test