E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে ২ ভূঁয়া ডাক্তারকে জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

২০১৪ অক্টোবর ২৮ ১৫:৩১:৪৫
হবিগঞ্জে ২ ভূঁয়া ডাক্তারকে জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ২ ভূয়া ডাক্তারকে জরিমানা ও অপর একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ একেএম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উপজেলার ইনাতগঞ্জে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভূঁয়া ডিগ্রীসহ সাইনবোর্ড লাগিয়ে ডাক্তার সেজে শেখ রেজাউল করিম সজল, ডি পি সরকার ও নজরুল ইসলাম খোকন চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছিল।

অভিযোগ পেয়ে দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে এমবিবিএস সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী শেখ রেজাউল করিম সজল ও ডি পি সরকারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড এবং চিকিৎসা কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমান আদালত।

পরে নজরুল ইসলাম খোকনের মালিকানাধীন শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালালে খোকন পালিয়ে যায়। এ অবস্থায় মালামাল জব্দ করে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। আদালতকে সহযোগিতা করেন ডাঃ নিখিল রঞ্জন বর্মা ও ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।

(পিডিএস/এসসি/অক্টেবর২৮,২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test