E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহ সদর হাসাপাতাল থেকে ৯ দালাল আটক

২০২৩ জুন ২১ ১৮:১৬:০৬
ঝিনাইদহ সদর হাসাপাতাল থেকে ৯ দালাল আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টি সেল। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক দালালদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে।

আজ বুধবার দুপুরে হাসপাতালে অভিযান পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী ও লায়লা ইয়াসমিন। এসময় সেখানে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি অভিযানিক দল উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন, সদর উপজেলার শিকারপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে সেলিম হোসেন, হামদহ মাঝিপাড়ার নিরসল কুমারের ছেলে অপু মণ্ডল, কলাবাগান এলাকার মৃত মনরঞ্জন ঘোষের ছেলে বিদ্যুৎ কুমার ঘোষ,পাচপাখিয়া গ্রামের হাাসেম আলীর ছেলে, রাজু আহমেদ, ঘোপপাাড়ার তাছলিমা বেগম, মহারাজপুরের মারিয়া খাতুন, শৈলকূপা উপজেলার কুলচারা গ্রামের স্মৃতি বেগম, শেখপাড়া গ্রামের আফরিন সুলতানা ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস বেগম।

জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল হাসপাতালে কিছু দালালদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে উঠছে রোগীরা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা মেলায় ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত আটক প্রত্যেককে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় এক মাসের কারাদন্ড ও একশ টাকা জরিমানা করে। এছাড়া তারা পরবর্তীতে এধরনের কর্মকাণ্ড না করার অঙ্গিকার করে।

(একে/এসপি/জুন ২১, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test