E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ১০০ অসহায়-দুঃস্থ মানুষ পেলো ঈদ উপহার

২০২৩ জুন ২৭ ১৭:৪৮:৪৭
মাদারীপুরে ১০০ অসহায়-দুঃস্থ মানুষ পেলো ঈদ উপহার

মাদারীপুর প্রতিনিধি : আফতাব উদ্দিন মিয়া ওর্য়াল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইতালী প্রবাসী ওয়াদুদ মিয়ার (জনি মিয়া) অর্থায়নে নকশি কাথা ও আদর্শ কল্যাণ ফোরামের সহযোগিতায় মঙ্গলবার (২৭ জুন) বেলা সারে ১২টার সময় বিভিন্ন এলাকার একশ দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ-উল-আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো পোলাও এর চাল, সেমাই, চিনি, দুধ, তেল, ডাল, লবন, পিয়াজ, রসুন, আলু, গরম মসল্লা প্রমুখ।

নকশি কাথার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা আকাশীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যান ফোরামের এসকান্দার মাতুব্বর, নিরাপদ চিকিৎসা চাই এর এড. মশিউর রহমান পারভেজ, পাশে আছি মাদারীপুরের বাইজিদ মিয়া, মৈত্রি মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, মানব কল্যান সংস্থার জিএম পলাশ, পাকদী নবীন যুব সংঘের সাব্বির হোসেন ফরাজী, মানবিক রক্ত ব্যাংকের ইসহাক হোসেন, তারুণ্য পরিবারের সোহাগ হোসেন, দুরন্ত মাদারীপুরের রাকিব হাসান বকুল, মিজানুর রহমান, শুভসংঘের ওহিদুজ্জামান কাজল, সেবা উন্নয়ন সংস্থার সুইটি আক্তার, স্বেচ্ছাসেবক জুবায়ের জাহিদ, শামীম, নোমান, সাইফুল, সিয়াম, আল-আমিন প্রমুখ।

মনি, রাবেয়া, নুরু, মাসুমসহ ঈদ উপহার নিতে আসা একাধিক ব্যক্তি জানান, এই উপহার পেয়ে আমরা খুব খুশি। ঈদের দিন মাংস রান্নার পাশাপাশি পোলাও, সেমাই রান্না করতে পাবো। এজন্য ইতালী প্রবাসী জনি মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই।

(এএসএ/এসপি/জুন ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test