E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাঙচুর, আহত ৬

২০২৩ জুলাই ০১ ২৩:৪৮:০০
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাঙচুর, আহত ৬

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর এলাকায় শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, ভাংচুরসহ আহতের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের দেশিয় অস্ত্রের আঘাতে ৬ জন আহত হয়েছে। এছাড়াও ৫টি বসতবাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার সুবাস পোদ্দার (৩০), দ্বীপ পোদ্দার (১৮), লক্ষ্মী রানী পোদ্দার (৫০), হরিদাস পোদ্দার (৪৫), জয় পোদ্দার (২২) প্রমুখ।

স্থানীয়, আহত ও পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর এলাকায় বালুর মাঠে শুক্রবার বিকেলে ফুটবল খেলছিলেন স্থানীয় কয়েকজন যুবক। খেলার সময় জয় পোদ্দারের সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার রাজীব মোল্লার।

এই ঘটনার জেরে সন্ধ্যায় রাজীব মোল্লা লোকজন নিয়ে জয় পোদ্দার ও তার প্রতিবেশীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা ৫টি ঘরবাড়ি ভাংচুর করেছে। বাঁধা দিতে গেলে হামলায় ৬ জন আহত হয়। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী জয় পোদ্দার বলেন, ফুটবল খেলা নিয়ে রাজিব মোল্লার সাথে আমার কথা কাটাকাটি হয়। আবার খেলার সময় তা ঠিক হয়ে যায়। তব্ওু সন্ধ্যার দিকে রাজিব তার লোকজন নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা ও ভাংচুর ও আমাদের উপর হামলা করেছে। আমরা এই হামলার বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত রাজীব মোল্লার মোবাইলে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাংচুরসহ আহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

(এএসএ/এসপি/জুলাই ০১, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test