E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম

২০২৩ জুলাই ০৪ ১৮:১২:১২
মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা ৪ নং কুমারগাতা ইউনিয়ন ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, প্রায় ১০০ জন ভুক্তভোগীর অভিযোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী স্বাক্ষরিত ভিজিএফ কার্ড ধারী ভুক্তভোগী, করম আলী, আফরোজা খাতুন, নিলুফা বেগম, তাঞ্জিন আহমেদ, আরিফ হোসেন, রফিকুল ইসলাম সহ একাধিক ব্যাক্তি জানান আমরা ৪ নং কুমারগাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত ভিজিএফ চাউলের কার্ড পাই। বুধবার ইউনিয়ন পরিষদে চাউলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর বিতরনকারীরা জানান, চাউল শেষ, আর কোন চাউল দেওয়া হবে না।

ভুক্তভোগীরা তাদের কাছে জানতে চায় চাউলের পরিমান অনুযায়ী ভিজিএফ কার্ডের বিতরনের পরে চাউল দেওয়া শুরু হয়, তাহলে এখনও ১০০ জনের চাউল বাকী,এই চাউল গেল কোথায়? কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন সদ্দুত্তর দিতে পারে নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মেম্বার/ মহিলা মেম্বার জানান, সরকার ২৩ মেট্রিক টন চাউলের বিপরিতে জনপ্রতি ১০ কেজি করে ভাগ করে দেওয়া হয়। কিন্তু আজ অনেকেই কার্ড থাকা সত্বেও চাউল পায়নি। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের কর্মচারী কার্তিক ও দুলাল জানায় কিছু কার্ডধারীকে বাহির থেকেও চাল ক্রয় করে দেওয়া হয়েছে। তারপরও অনেক কার্ডধারী চাউল পায় না। এবং চেয়ারম্যান এর ব্যাক্তিগত লোক সাইফুদ্দীন কাশেম কয়েকজনের কার্ড নিজের কাছে রেখে ১৫০/২০০ করে নগদ টাকা দিয়ে দেয়।

সচেতন মহলের প্রশ্ন, তাহলে ১০০ কার্ডধারী লোকের চাউল গেল কোথায়?

এ বিষয়ে কুমারগাতা ইউনিয়ন পরিষদের সচীব জিয়াউদ্দিন এবং চেয়ারম্যান আকবর আলীর বার বার ফোন করেও পাওয়া যায় নাই।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) একেএম লুৎফর রহমান বলেন, আমি এখনও কোনো অভিযোগ পাই নাই। ভিজিএফ কার্ডের অসহায় মানুষের চাল নিয়ে কোনো অনিয়ম হলে তদন্ত করে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।

(এনআরকে/এসপি/জুলাই ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test