E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুর বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ২

২০২৩ জুলাই ০৬ ০০:১৭:০১
গৌরীপুর বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ২

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় বাসের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজির ২যাত্রী নিহত ও ৪জন আহত হয়। ঘটনাটি ঘটেছে বুধবার (৫ জুলাই) সন্ধ্যায়। 

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর কটিয়াপুরি বিল এলাকায় ভৈরব থেকে ময়মনসিংহগামী শ্যামলছায়া এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-১৪২৭০৭) একটি বাস নান্দাইলগামী সিএনজি চালিত অটোরিক্সকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে যায়। খবর পেয়েঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করেঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমীন আক্তার জানান, ৬জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ২জন মারা গিয়েছে। আঃ বাতেন (৮০) ঘটনাস্থলেই নিহত হন এবং আহত আশরাফুন্নাহার(৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত রোকসানা(৩৫), ফারজানা (১৬) ও সামিয়া (৮)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত জুয়েল (৩০) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত আশরাফুন্নাহারের বাড়ি হালুয়াঘাট এবং নিহত আঃ বাতেন ও আহত সকলের বাড়িঈশ্বরগঞ্জ উপজেলায়।

গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ ও বাসচালক আবুল কাসেম (৪৭)কে আটক ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এস/এসপি/জুলাই ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test