E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে পাটক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত

২০২৩ জুলাই ০৬ ১১:৪৬:১৫
ঝিনাইদহে পাটক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের আড়ুয়াকান্দি গ্রামের পাটক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মোঃ সাকিব (২১)।  তিনি উদয়পুর লস্কার পাড়ার শামিম হোসেনের ছেলে। বুধবার রাতে ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলামের অফিসে এসে তার নানা ওসমান লস্কার সাকিবের মরদেহ শনাক্ত করেন এবং দাফনের জন্য নিয়ে যান।

পুলিশ জানায়, গত সোমবার আড়ুয়াকান্দি গ্রামের পাটক্ষেতে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে।

সাকিবের নানা ওসমান লস্কার জানান, গত কয়েক বছর আগে নিহত সাকিবের মায়ের সঙ্গে পিতার বিচ্ছেদ হয়ে যায়। ফলে অভিভাবকহীন সাকিব বখাটে হয়ে গ্যাং গ্রুপের সঙ্গে মিশতে থাকে। এ কারণে সাকিব প্রায়ই বাড়ি থেকে দুই তিন দিন উধাও হয়ে থাকতেন। কখনো বাসায় আসতেন আবার কোন দিন আসতেন না। নানা আরো জানান, গত শনিবার দুপুরের খাবার খেয়ে সাকিব বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার একদিন পর আড়ুয়াকান্দি গ্রামে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর সাকর্লের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, নারী ঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। তিনি আরও জানান, সাকিব হত্যার সঙ্গে জড়িতেদের গ্রেফতার ও হত্যার মোটিভ উদ্ধার করতে অভিযান চলমান আছে। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

(একে/এএস/জুলাই ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test