E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

২০২৩ জুলাই ১০ ১৬:০৩:০৩
শৈলকূপায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শৈলকূপা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় এক ব্যয়সায়ী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ওই ব্যবসায়ী। এরপর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই ব্যবসায়। গেল শুক্রবার দুপুরে উপজেলার মির্জাপুর দেবীনগর গ্রামে এঘটনা ঘটে। 

ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুর রহমান জানান, আমি ঠিকাদারি ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি করি। সেকারণে আমাকে প্রাণনাশ করে এলাকায় প্রভাব বিস্তারের জন্য স্থানীয় সন্ত্রাসী উজ্জল হোসেনসহ তার বাহিনী একের পর এক হুমকি-ধমকি প্রদান করে আসছিল। এর আগেও আমার উপর হামলার ঘটনা ঘটলেও পুলিশ তখন কোন পদক্ষেপ নেয়নি। সর্বশেষ গত শুক্রবার জুম্মার নামাজের পর আমার মোবাইলে কল করে আমাকে ও আমার পরিবারের সকল সদস্যকে প্রাণনাশের হুমকি দেয়। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি ও তাদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।

হত্যার হুমকির বিষয় অস্বীকার করে অভিযুক্ত উজ্জল হোসেন জানান, আমরা আওয়ামী লীগের দল করি। আনিছুর আরেক গ্রামের বাসিন্দা। আমার গ্রামে এসে তার অযথা হস্তক্ষেপ করার দরকার নেই। সেই জন্য তাকে নিষেধ করেছি। সে অনেকটা মানষিক ভারসাম্যহীন ব্যক্তি।

এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, পালিয়ে বেড়ানোর বিষয়টি আমার জানা নেই। তবে আনিছুর রহমান থানায় একটি জিডি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

(একে/এসপি/জুলাই ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test