E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে বাবা মায়ের আকুতি, এলাকাবাসীর মানববন্ধন

২০২৩ জুলাই ১১ ১৯:২৩:২২
ময়মনসিংহে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে বাবা মায়ের আকুতি, এলাকাবাসীর মানববন্ধন

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়া, বালুর ঘাট এলাকা থেকে হারিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী ফারদুল্লাহ হাসান আপন ফিরে পেতে পরিবারের আকুতি জানিয়ে আজ মঙ্গলবার ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

আজ মঙ্গলবার সকালে আয়োজিত মানববন্ধনে হারিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী ফারদুল্লাহ হাসান আপন কে ফিরে পেতে প্রশাসনসহ বিভিন্ন মহলে আকুতি জানিয়ে বক্তব্যে নিখোঁজ আপনের মাতা কল্পনা আক্তার বলেন, গত ০৮/০৬/২০২৩ তারিখ বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় আমার ছেলে মোঃ ফারদুল্লা হাসান আপন (১৬) আমার নিজ বাসা বালুরঘাট কাঠগোলা থেকে তাহার বন্ধু রাকিবের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে বলে বাসা থেকে বাহির হইয়া যায়। পরবর্তীতে সে আর বাসায় ফিরে আসে নাই এবং তাহার মোবাইলে যোগাযোগ করিলে তাহার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আশপাশ এলাকা এবং সকল আত্মীয় স্বজনের বাসাবাড়ীতে খোজাখুজি করে তার কোন সন্ধান পায়নি।

এ বিষয়ে রাকিব সন্দেহ করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করতে গেলে আমাদের মামলা না নিয়ে থানায় সাধারণ ডায়েরী গ্রহণ করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দকে মোবাইলে জিঞ্জাসা করা হলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় এসেছিল তাদের সন্তান নিখোঁজ হয়েছে বলে তাই সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে।

মানববন্ধনে এছাড়া বক্তব্য রাখেন নিখোঁজ আপনের পিতা রমজান আলী, স্থানীয় আওয়ামিলীগ নেতা সুরুজ আলী, বোন রত্না আক্তার, নানি জোৎস্না আক্তার মানু, রানা, ওসমান সহ অনেকেই।এলাকাবাসীর দাবী ছেলেটিকে গুম করা হতে পারে।

(এনআরকে/এসপি/জুলাই ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test