E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা, পকেটে মিললো ইয়াবা

২০২৩ জুলাই ১২ ১৯:১৮:১২
মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা, পকেটে মিললো ইয়াবা

রবিউল ইসলাম, গাইবান্ধা : ঘোড়াঘাটে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনগনের হাতে আটক হয়েছে দু'যুবক।পরে তাদের পকেট তল্লাসী করে ১০০ পিচ ইয়াবা পাওয়া গেছে। এ সময় কৌশলে একজন পালিয়ে গেছে বলে জানা গেছে। পরে তাদেরকে থানা পুলিশের হাতে সোর্পদ করা হয়েছে।

আটককৃত দু' যুবক হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাইগ্রামের দুলু মিয়ার ছেলে মিন্টু মিয়া (২০) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের মাজেদ মিয়া ওরফে ভোলার ছেলে মাহাবুর ইসলাম (২৫)। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে।

মামলার সূত্র মতে জানা যায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দামোদারপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউনুছ আলী ৭ জুলাই দুপুরে তার ব্যবহৃত লাল রংয়ের এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি বাড়ীর সামনে রেখে মসজিদে নামাজ পড়তে গেলে মিন্টু ও তার সঙ্গীরা মোটরসাইকেলের হেন্ডেলের লক খুলে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ইউনুস আলীর ছেলে সোলায়মান অন্যান্যরা মিলে ধাওয়া দিয়ে মিন্টু ও মাহাবুরকে মোটরসাইকেলসহ হাতে নাতে ধরে ফেললেও অপর একজন পালিয়ে যায়।পরে থানায় খবর দিলে থানা পুলিশ এসে আটকৃতদের দেহ তল্লাসী করলে মিন্টু মিয়ার কাছ থেকে পলিথিনে মোড়ানো ১০০ পিচ ইয়াবা পান।

এ সময় আটককৃতদের ব্যবহৃত মোবাইল, নগদ ৪২০ টাকা, একটি মাষ্টার চাবিসহ একটি ফ্রিডম মোটরসাইকেল জব্দ করেন।

এ ব্যাপারে ইউনুছ আলী ও থানা পুলিশের এস আই ফেরদৌস আলী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় পৃথক দু'টি মামলা দায়ের করেন।

(আরআর/এসপি/জুলাই ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test