E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুবর্ণচরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

২০২৩ জুলাই ১৩ ১৩:৫২:২৭
সুবর্ণচরে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : "যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা লড়ছি তাদের জন্য" স্লোগানকে সামনে রেখে বিএনপির কেন্দ্র ঘোষিত ১৪ জুলাই দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রাকে সফল করতে নোয়াখালী সুবর্ণচরে প্রস্তুতি সভা ও লিপলেট বিতরণ করা হয়েছে।

১২ জুলাই বুধবার বিকেল ৪ টায় পাংখার বাজার উচ্চ বিদ্যায়ল হল রুমে এ সভার আয়োজন করে চর জুবিলী ইউনিয়ন যুবদল উত্তর ও দক্ষিন শাখা।

চরজুবিলী ইউনিয়ন যুবদলের উত্তর শাখার সদস্য সচিব আব্দুল ওয়াহিদ এর সঞ্চালনায় এবং আহবায়ক মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন নোয়াখালী ৪ সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের পুত্র আবু সালেহ মোঃ আব্দুল্যাহ সবুজ, বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, সিনিয়র সহসভাপতি নুর নবী চৌধুরী, সহসভাপতি কাজী আলমগীর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছারোয়ার উদ্দিন দিদার, নিজাম উদ্দিন ফারুক, সদস্য জামাল উদ্দিন গাজী, নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর উদ্দিন শামিম, উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, জুবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল কাশেম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুর আক্তার মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, সুবর্ণচর উপজেলা ছাত্রদল আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক নুরুল আলম শামীম,চরজব্বর ডিগ্রী কলেজ আহবায়ক আব্দুল্যাহ আল আরিফ, চরজুবলী ইউনিয়ন যুবদলের দক্ষিন শাখার আহবায়ক সাইফু্ল ইসলাম ও সদস্য সচিব মোঃ আমির হোসেন, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সরকার স্বৈরাচারী সরকার, এ সরকারের অধিনে আর কোন নির্বাচন হতে দেয়া হবেনা, এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি, নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন দিতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

সরকার পতনের লক্ষে ১৪ জুলায় দেশ বাঁচাতে পদযাত্রায় সকলে অংশ নিতে অনুরোধ জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা স্থানীয় পাংখার বাজারে জনসাধারণের মাঝে লিপলেট বিতরণ করেন।

(আইইউএস/এএস/জুলাই ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test