E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত

২০২৩ জুলাই ১৫ ১৫:১০:১৪
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত

গৌরাঙ্গ দেবনাথ অপু, কুমিল্লা থেকে ফিরে : জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বর্ণাঢ্য এক আয়োজনে অনুষ্ঠিত সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী, অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়কে 'সভাপতি' ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ কলেজ পরিদর্শক,  সহযোগী অধ্যাপক বিজন কুমার চক্রবর্তীকে 'সাধারণ সম্পাদক' করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নাসেহুল আমীন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

নতুন এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মিতা পাল, গৌতম দাস ও মোহাম্মদ কামরুজ্জামান , কোষাধ্যক্ষ বন্যা দে, সাংগঠনিক সম্পাদক আল্পনা দাস, সাহিত্য সম্পাদক রীপা দত্ত, সংস্কৃতি ও সঙ্গীত সম্পাদক রুমা নাথ, দপ্তর সম্পাদক পলিপ দাস ও প্রচার সম্পাদক পদে হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন।

এছাড়া নতুন কমিটিতে সদস্য পদে নির্বাচিত হন ডা. মল্লিকা বিশ্বাস, ডা. এ বি এম খুরশীদ আলম, মুস্তাফিজুর রহমান পাটোয়ারী, বিমল আইচ, জয়ন্তী ভৌমিক, নাছিমা আক্তার রত্না, সেলিম শিকদার, তপন সাহা, সঙ্গীকা কর ও প্রশান্ত কর্মকার।

আয়োজকেরা জানান, এর আগে কুমিল্লা শহরের বাদুতলায় নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিকেলে সংগঠনের সভাপতি ডা. মল্লিকা বিশ্বাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল আইচ। এসময় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নাসেহুল আমীন ও সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য আবুল ফারাহ পলাশ সহ উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার গঠিত নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।

পরে দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য আয়োজনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করা হয়। এ পর্বেও সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস। সংগঠনের বিদায়ী সেক্রেটারী বিমল আইচের সঞ্চালনায় এ পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক ও লেখক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, নাসেহুল আমীন, আবুল ফারাহ পলাশ প্রমুখ।

সম্মেলনে সংগঠনের কুমিল্লা শাখার পক্ষ থেকে 'স্বর্ণশস্য' নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ।

সম্মেলনের তৃতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্র থেকে আসা বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী অসীম দত্ত, মহুয়া মঞ্জুরী সুনন্দাসহ স্থানীয় বিশিষ্ট কণ্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বর্ণাঢ্য ও নান্দনিক এ আয়োজনে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে নবীনগরের কথার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

(জিডিএ/এএস/জুলাই ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test