E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টিফিনের টাকা বাঁচিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থকে দিল শিক্ষার্থী

২০১৪ অক্টোবর ২৯ ২০:৪০:১৮
টিফিনের টাকা বাঁচিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থকে দিল শিক্ষার্থী

বগুড়া প্রতিনিধি : পড়াশোনার অবসরে অর্জিত অর্থ ও প্রতিদিনের টিফিনের টাকা বাঁচিয়ে বন্যার্ত এক পরিবারকে আর্থিক সহযোগিতা করল হংকং প্রবাসী এক শিক্ষার্থী সিলমা সুবা। বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারিতে বন্যা ও যমুনা নদীর বাঁধ ভাঙ্গা পানিতে ক্ষতিগ্রস্থ জেলে লেবু মিয়ার কর্মসংস্থানের জন্য জাল ও নৌকা কিনতে এ অর্থ তুলে দেয়া হয়। বুধবার শিক্ষার্থী সিলমা সুবার পক্ষে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস।

বগুড়া সরকারী আজিজুল হক কলেজের এইচএসসি ১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এ অর্থ বিতরণ করা হয়। বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার প্রবীন সাংবাদিক দৈনিক করতোয়ার সহকারী সম্পাদক যাহেদুর রহমান যাদু,এসএটিভির স্টাফ রিপোর্টার ও বগুড়া সাংবাদিক ইউনিয়নে সাধারণ সম্পাদক আরিফ রেহমান, মেরিন ইঞ্জিনিয়ার আব্দুস সামী রমেল, এলায়েন্স কম্পিউটার লিমিটেডের রিজিওনাল ম্যানেজার জাকির হোসেন তরফদার শুভ্র, এসএ পরিবহনের ম্যানেজার হুমায়ন কবির, এসএ টিভির ক্যামেরাপার্সন জাকারিয়া বিপ্লব,বন্যায় ক্ষতিগ্রস্থ ঘুঘুমারি গ্রামের বাসিন্দা কালু গাজি। উল্লেখ্য, সুবা বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা রওশন আরা রানীর নাতনী এবং বগুড়া আজিজুল হক কলেজের এইচ এসসি ১৯৮৯ ব্যাচের ছাত্রী সমিক্ষার মেয়ে।

(এএসবি/পি/অক্টোবর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test