E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৩০ হাজার টাকা জরিমানা

২০২৩ জুলাই ২৬ ১৮:৫৪:২৯
মাগুরায় দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৩০ হাজার টাকা জরিমানা

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা সদরে দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারী ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও ব্যবহার করায় শহরের ভিআইপি ক্লিনিক ও মেসার্স ডেন্টাল কেয়ার দুটি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমান করেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযানে রিয়াজ মাহমুদ ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রামানিক উপস্থিত ছিলেন।

আজ বুধবার সকালে শহরের কলেজ রোডের ভিআইপি ক্লিনিক অভিযান চলে এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও ব্যবহারে অপরাধে বিশ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা দায়ে মর্ডান ডেন্টাল কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বলে জানাগেছে।

(বিএস/এসপি/জুলাই ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test