E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরিষাবাড়ীতে অধ্যক্ষ রশিদের নেতৃত্বে গণমিছিল ও সমাবেশ

২০২৩ জুলাই ২৯ ১৯:৪০:৪৩
সরিষাবাড়ীতে অধ্যক্ষ রশিদের নেতৃত্বে গণমিছিল ও সমাবেশ

রাজন্য রুহানি, জামালপুর : সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গণসমাবেশ থেকে সরিষাবাড়ী (জামালপুর-৪) আসনে নৌকা প্রতীকে জননেতা অধ্যক্ষ আব্দুর রশিদের মনোনয়নেরও দাবিতে জানানো হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ গণমিছিল ও গণসমাবেশ অনুুষ্ঠিত হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক ও সর্বস্তরের জনগণ অংশ নেয়।

বিকেল ৪টায় ১০ সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি সরিষাবাড়ী স্টেশন চত্ত্বর থেকে বের হয়। সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার, আমতলা, প্রেসক্লাব, ডাকবাংলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয় গণমিছিলটি। পরে বিকেল ৫ টায় সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও সরিষাবাড়ী আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদ।

পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ গণি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

এ সময় সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, আওনা ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ গফুর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জলিল ফকির, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুক হক সোহেল মাষ্টারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/জুলাই ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test