E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাতকে গণধোলাই

২০১৪ অক্টোবর ৩০ ১৮:২৬:২৭
শিবচরে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাতকে গণধোলাই

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বজলু মুন্সীর হাট এলাকায় বুধবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসি ৪ ডাকাতকে আটক করে গণধোলাই দিয়েছে। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শিবচর থানা পুলিশ আটকদের উদ্ধার করেছে।

এলাকাবাসি ও শিবচর থানার এস আই শাজাহান মিয়া বলেন, শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বজলু মুন্সীর হাট এলাকায় গত ৪দিন আগে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ১২ গরু (গবাদী পশু), ৭/৮ ভরি স্বণাংলকার ও নগদ প্রায় লক্ষাধিক টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ কারণে ডাকাতের আতংকে স্থানীয়রা রাতে পাহারাদার ব্যবস্থা করে।

বুধবার রাতে ট্রলার যোগে ১০/১২ জনের ডাকাত দল ঐ এলাকায় পূনরায় ডাকাতি করতে আসলে পাহারাদার ও এলাকাবাসি ধাওয়া করে ৪ ডাকাতকে আটক করে। এসময় উত্তেজিত জনতা আটক ৪ ডাকাতকে গণধোলাই দেয়।
বৃহস্পতিবার সকালে শিবচর থানা পুলিশ আটকদের উদ্ধার করে।

আটকরা হলো নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার সিরাজ বেপারী (৪৫), ঢাকা মগবাজার এলাকার ফয়জল বেপারী (৪২), শিবচর কুতুবপুরের সেলিম সরদার (৩৮), বরিশাল মুলাদির এজাজুল চোকদার (৩০)।
শিবচর থানার অফিসার ইনচার্জ আব্দুল সাত্তার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকরা আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য।

(এএসএ/এএস/অক্টোবর ৩০,২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test