E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে মাদক বিরোধী আলোচনা সভা

২০২৩ জুলাই ৩০ ১৬:৪৭:৫৫
জামালপুরে মাদক বিরোধী আলোচনা সভা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল 'মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন।'

এ উপলক্ষে রবিবার (৩০ জুলাই) সকাল ১০টায় শহরের ফৌজদারি মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম মৃদুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।

জেলা প্রশাসক মো. ইমরান আহমেদসহ বক্তারা জেলায় মাদকদ্রব্য বন্ধে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পরিবারের অভিভাবকরা যেন তাদের ছেলেমেয়েদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকে সে-বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মাদকের ভয়াবহতা ও কুফলের ওপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(আরআর/এসপি/জুলাই ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test