E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

২০২৩ জুলাই ৩০ ১৮:৫৭:৩১
পলাশবাড়ীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

রবিউল ইসলাম, গাইবান্ধা : ৫ম পর্যায়ে সারাদেশের ন্যায় ৫০টির মধ্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

আজ রবিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গণভবন হতে ভার্চুয়ালি এসব মডেল মসজিদের উদ্বোধন করেন। পলাশবাড়ী পৌর শহরের অফিসের হাটে নির্মিত মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উম্মোচন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারী কমিশনার(ভূমি) এসএম ফয়েজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: ইবনে মিজান, সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান,পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর প্রধানগণ, ইমাম, মুয়াজ্জিন, সর্বসাধারণ মানুষের পাশাপাশি উপজেলা ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বাংলাদেশে মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে পরিচালিত ইসলাম ধর্মীয় ইবাদত ও শিক্ষার অনুশীলনের আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে দেশে ৫৬৪ মসজিদ নির্মাণ করা হচ্ছে।

(আর/এসপি/জুলাই ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test