E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন পুলিশ কনস্টেবল আহসান উল্যাহ

২০২৩ জুলাই ৩১ ১৮:৩৭:০২
অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন পুলিশ কনস্টেবল আহসান উল্যাহ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : ৩৯ বছর কর্মজীবন শেষ শেষ করে অশ্রুসিদ্ধ নয়নে বিদায় নিলেন চরজব্বর থানার পুলিশ কনস্টেবল মোঃ আহসান উল্যাহ।

এ উপলক্ষে সোমবার (৩১ জুলাই) চরজব্বর থানা পুলিশ এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ, তদন্ত ওসি জয়নাল আবেদিন।

অনুষ্ঠান শেষে পুলিশ কনস্টেবল মোঃ আহসান উলা কে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গাড়িতে তুলে দেওয়ার সময় অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস পুলিশ কনস্টেবল মোঃ আহসান উল্যাহ কে বুকে জড়িয়ে নিলে চরজব্বর থানায় কর্মরত পুলিশ সদস্য মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যে অবতরণ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, চরজব্বর থানার এস আই নুরুল ইসলাম, সফিকুর রহমান, মতিয়ার হোসেন, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, এ.এস. আই মিজানুর রহমান, নুরনবী, আলা উদ্দিন, আবু ইউছুপ, মোশাররফ হোসেনসহ পুলিশ সদস্য বৃন্দ।

দেব প্রিয় দাস বলেন, একটি পুলিশের অবসর জীবনের শেষ চাওয়া পাওয়া হল সহকর্মীদের ভালোবাসা এবং আন্তরিকতা।

আহসান উল্যাহ বলেন, কর্মজীবনের শুরু থেকেই সততার সহিত কাজ করেছি, কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি, আমার ওপর দেয়া রাস্ট্রিয় দ্বায়িত্ব পালনে কখনো অবহেলা করিনি, সকলে দোয়া করবেন বাকি জীবন যেন আল্লাহ সুন্দর ভাবে কাটিয়ে দেন।

উল্লেখ্য পুলিশ কনস্টেবল মোঃ আহসান উল্যাহ ১০ জুলাই ১৯৮৪ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে এর পর তিনি বান্দরবন, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজারসহ একাধিক জেলা উপজেলায় দ্বায়ীত্ব পালন করে ৩১ জুলাই নিজ জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার শেষ কর্ম দিবস পালন করেন।

মোঃ আহসান উল্যাহ হাতিয়া উপজেলার পূর্ব ভারত গ্রামের এর মৃত ফিরোজ উদ্দিনের ছেলে।

(এস/এসপি/জুলাই ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test