E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে চোর চক্রের ৮জন গ্রেফতার, ৩টি প্রাইভেট কার উদ্ধার

২০২৩ আগস্ট ০১ ১৯:৩৪:৫৪
মৌলভীবাজারে চোর চক্রের ৮জন গ্রেফতার, ৩টি প্রাইভেট কার উদ্ধার

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাইড়া থেকে প্রাইভেট কার চুরি হওয়ার ঘটনায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় দুই চোর চক্রের সদস্যসহ ৮জনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ওই প্রাইভেট কারসহ মোট তিনটি প্রাইভেট কার। 

মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম) বার। পুলিশ সুপার জানান, গত মাসের ১৭ জুলাই কুলাউড়া থানার মামলা নং-১৩, ধারা ৩৭৯ পেনাল কোড রুজু করা মামলায় কমলগঞ্জ উপজেলার শমসের নগর, মাধবপুর ও মৌলভীবাজার সদরের গুজারাই থেকে আসামীদের গ্রেফতার করা হয়।

১ আগস্ট ভোর রাতে দুধর্ষ গাড়ি চোর চক্রের অন্যতম সদস্য মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামের আলীম মিয়ার ছেলে শাহ আলমকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকা থেকে মৃত ফরকিত মিয়ার ছেলে মুহিবুর রহমান সিতুকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাদের পর সিতুর শ্বশুরবাড়ি সদরের আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রাম থেকে ১০ জুলাই কুলাউড়ার মাগুরা থেকে চুরি যাওয়া সিলভার রঙের প্রাইভেট কারটিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া আসামীরা হলো- শাহ আলম, মুহিবুর রহমান সিতু, তোফায়েল মিয়া, আব্দুল আলীম, মহিউদ্দিন, জসিম মিয়া, আবুল হোসেন ও কয়েছ মিয়া।

ওই ঘটনায় মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) সুদর্শন কুমার রায় ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এর নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, কুলাউড়া থানার ওসি তদন্ত রতন চন্দ্র দেবনাথ, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

(একে/এএস/আগস্ট ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test