E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা   

২০২৩ আগস্ট ০৪ ১৮:১৫:৪৭
পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা   

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে দায়িত্ব পালনরত ফিরোজ আহমেদ(২৫) নামের এক পুলিশ কনস্টেবল নিজের ব্যবহৃত বন্দুকের গুলি গলায় ফুটিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটিয়েছে বৃহস্পতিবার (৩ আগস্ট) গভীর রাতে পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকে সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশের এক সদস্য।ফিরোজ আহমেদ নামের এই পুলিশ সদস্যের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুরের আবতাবগঞ্জে। তার বাবার নাম আবু সাঈদ।নিহত ফিরোজ আহমেদ পঞ্চগড়ের পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি পঞ্চগড়ে যোগদান করেন।পুলিশ লাইনে সংযুক্ত এই পুলিশ সদস্য গত ৩১ জুলাই পঞ্চগড় শহরের সোনালী ব্যাংকে সিকিউরিটির দায়িত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার রাতে ব্যাংকে দায়িত্ব পালনের সময় নিজের সরকারি রাইফেল দিয়ে নিজের গলায় গুলি করে। পরে সহকর্মীরা রাতেই ফিরোজকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফিরোজের মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সাইদতুল ইসলাম ফয়সাল বলেন, পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ ফিরোজকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা(পিপিএম) বলেন," প্রাথমিকভাবে নিশ্চিত, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছ।পুলিশের একটি বিশেষ টিম এবিষয়টি তদন্ত করবে।"

(এআর/এএস/আগস্ট ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test