E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন

২০২৩ আগস্ট ০৫ ১৫:২০:২৩
জামালপুরে শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল খালেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ঝাওলা গোপাল কলেজের সহযোগী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ।

(আরআর/এসপি/আগস্ট ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test