E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ২২৩ পরিবার পাবে আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর

২০২৩ আগস্ট ০৭ ১৬:৩৫:২৯
জামালপুরে ২২৩ পরিবার পাবে আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ২২৩ জন গৃহহীনকে জমিসহ ঘর প্রদান করা হবে ৯ আগস্ট বুধবার। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এ কার্যক্রম উদ্বোধন করবেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প দুইয়ের আওতায় সারাদেশে এ সুবিধা পাবেন ২২ হাজার ১০১টি পরিবার।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টায় এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক আরো জানান, ৪র্থ পর্যায়ে ২য় ধাপে জামালপুর সদর উপজেলায় ১২৪টি, সরিষাবাড়ী উপজেলায় ৫০টি ও ইসলামপুর উপজেলায় ৪৯টি ভূমিহীন-গৃহহীন পরিবার দুই শতাংশ করে খাসজমি ও একটি আধাপাকা ঘর পাবেন। এজন্য ইতোমধ্যেই খাসজমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত দলিল সম্পাদন ও খতিয়ান প্রস্তুত করা হয়েছে। প্রতি পরিবারের জন্য এসব দলিলাদি সংযুক্ত একটি করে ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ জমি ও ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

(আরআর/এসপি/আগস্ট ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test