E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে শেষ মুহূর্তে জমে উঠেছে আমের বাজার

২০২৩ আগস্ট ০৭ ১৭:৩০:১৬
সাপাহারে শেষ মুহূর্তে জমে উঠেছে আমের বাজার

নওগাঁ প্রতিনিধি : আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে শেষ মুহূর্তে জমে উঠেছে আমের বাজাার। আজ সোমবার সরেজমিনে দেখা গেছে সকাল থেকেই আম বাজারে বিভিন্ন জাতের আম বিক্রি করতে এসেছেন আম চাষীগণ। এসময় বাজারে আম্রপালী, বারি ফোর, বারি সেভেন, গৌড়মতি, ব্যানানা ম্যাংগো, কিউজাই ও আশ্বিনা আম বাজারে উঠেছে।

এসময় উপজেলার তাঁতইর গ্রামের আমচাষী ফরহাদ হোসেন ও খঞ্জনপুর গ্রামের দুরুল হুদা’র সাথে কথা হলে তারা জানান, এখনো কম পক্ষে ১মাস বাজারে আম পাওয়া যাবে। তারা আরো জানান অনেক বাগান মালিক এবং আমচাষী ব্যাগিং পদ্ধতিতে আম সংরক্ষন করছেন।

এক নজরে আজকের প্রকারভেদে আমের বাজার দার- ব্যানানা ৬ হাজার থেকে ৯হাজার, আ¤্রপালী ৩ হাজার থেকে ৭ হাজার, বারি ফোর, বারি সেভেন,২ হাজার ৮শ’ থেকে সাড়ে ৪ হাজার,গৌরমতি সাড়ে ৩ হাজার থেকে ৭ হাজার এবং আশি^না আম ৮০০ থেতে ১৫০০ টাকা মণ।

এ ব্যাপরে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন জানান, আমচাষীরা যাতে সুন্দর ভাবে আম বাজারজাত করতে পারেন এর জন্য প্রতিনিয়ত উপজেলা প্রশাসন থেকে বাজার মনিটরিং এর ব্যাবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ৪ আগস্ট উপজেলা চত্ত্বরের সামনে আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে আম চত্ত্বর এর শুভ উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

(বিএস/এসপি/আগস্ট ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test