E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিপীড়িত, লাঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য এস আই মনিরুজ্জামান

২০২৩ আগস্ট ০৮ ১৩:৪৪:২৮
নিপীড়িত, লাঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য এস আই মনিরুজ্জামান

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ‘পুলিশ জনগণের বন্ধু, সেবাই পুলিশের ধর্ম’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের দায়িত্ব কী এককথায় বুঝাতে হলে উপরেল্লেখিত কথায় বলতে হবে বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত  ও পরিচালিত। পুলিশের কাজ সমাজ থেকে অপরাধ প্রতিরোধ, আইনশৃংখলা রক্ষা করা। পুলিশ যদি সততার সহিত দৃশ্যমান থাকে-তবে অপরাধী অপরাধ করে পার পেতে পারে না।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের এই কথাকে সন্মান জানিয়ে জনসেবায় আত্মনিয়োগ করে এগিয়ে চলেছেন কোতোয়ালি মডেল থানার সিনিয়র এস আই মনিরুজ্জান। ভালো কাজের সুনাম আর মন্দ কাজের তিরস্কার সমাজে মানুষের মুখে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর থেকে অদ্যাবধি তিনি অনেক দূর্ধষ আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। গত জুন ২৩ তিন একাধারে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ০৫ জন আসামীকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেন। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের কাছে ভয়ংকর এক আতঙ্ক হয়ে দাড়িয়েছেন।

অপরাধীদের সকল কৌশল ধুলোয় মিশিয়ে দিয়ে তিনি একের পর এক সফল অভিযান চালিয়ে যাচ্ছেন। তিনি একজন সাদা মনের মানুষ, তার সাথে না মিশলে বুঝতে পারবেন না একজন পুলিশ অফিসার কতটা সাদা মনের ভাল মানুষ হতে পারে। তার দক্ষতা, কর্তব্যনিষ্টা ও মানষিকতা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা তাকে তার অভিষ্ট লক্ষে পৌছে দিতে সহায়ক।

কোতোয়ালি থানা এলাকায় মাদক ব্যাবসায়ী, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এস আই মনিরুজ্জামান জিরো টলারেন্স।পুর্বে তিনি ময়মনসিংহ ডিবিতে থাকাকালীন এরকম অনেক সন্ত্রাসী দের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে অপরাধীদের কাছে ভয়ংকর আতংক ছিলেন। তৎকালীন পুলিশ সুপার তার ভাল কাজের শিকৃতি স্বরুপ নারায়নগঞ্জ দায়িত্ব পালনে নজির সৃষ্টি করছিলেন নিজের জীবন বাজি রেখে তিনি সেখান ভয়ংকর সন্ত্রাসীদের সহিত যুদ্ধে পুলিশ বাহিনীর সুনাম অর্জন করেছেন।

তিনি অল্প কিছুদিন আগে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায যোগদান করেই ছুটে চলেছেন অপরাধীদের অপরাধ নির্মূলে ময়মনসিংহ বাসীকে নিরাপদে নির্বিঘ্নে ও শান্তিতে বসবাস করার অভিপ্রায়ে
পুলিশ যে জনতার বন্ধু তা তিনি বুঝিয়ে দিয়েছেন তার কর্মদক্ষতার গুনে। এস আই মনিরুজ্জামান একজন সৎ, নির্ভিক ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ অফিসার। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ কে মাদক, সন্ত্রাস, জংগী, ও সন্ত্রাসমুক্ত করতে এস আই মনিরুজ্জামান একজন দেশেপ্রেমিক জলন্ত সৈনিক।

এস আই মনিরুজ্জামান কথা প্রসঙ্গে বলেন' আমরা জনগণের অতন্ত্র প্রহরী। আমাদের কাজ দেশকে খুন, ধর্ষন, জঙ্গীবাদ, চাদাবাজ, ইভটিজারসহ সকল প্রকার অপরাধ মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের দায়িত্ব অনস্বীকার্য।

(এনআরকে/এএস/আগস্ট ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test