E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত নওগাঁয় 

২০২৩ আগস্ট ০৮ ১৯:০৭:৫৯
বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত নওগাঁয় 

নওগাঁ প্রতিনিধি : “সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে নওগাঁয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তন কর্তৃক আজ মঙ্গলবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. গাজিউর রহমান, সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহান।

এছাড়াও অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, জেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন শীষ, জেলা ও সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগন, এবং বিভিন্ন শ্রেণিপেশার গন্যমাণ্য ব্যক্তিবর্গ

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৮০জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন, ৪০জনকে নগদ অর্থের চেক বিতরণ, কম্পিউটার এপ্লিকেশন প্রোগ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত ১৭৯ জনের মাঝে আর্থিক অনুদানের চেক-সনদপত্র ও ৭৮টি মহিলা সমিতির অনুকূলে ২০২২/২০২৩ অর্থ বছরে বরাদ্দকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

(বিএস/এসপি/আগস্ট ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test