E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বেহাল সড়কে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

২০২৩ আগস্ট ০৮ ১৯:১৮:২৮
বেহাল সড়কে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : প্রাচ্যের ডান্ডি খ্যাত ব্যস্ততম নগরী নারায়ণগঞ্জ। শিল্পনগরী হওয়ার কারণে সড়কে পরিবহনের চাপ থাকে অনেক। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারনে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘঠছে যার ফলে গাড়ি চলাচল সচল রাখতে হিমসিম খেতে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশকে। গত কয়েকদিন ধরে হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার কারনে চাষাঢ়ার বিভিন্ন সড়কে ছোট বড় একাধিক গর্ত হয়ে সড়কে গাড়ি চলাচরে বিঘ্ন হচ্ছে। 

সরজমিনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন সড়কের রেল ক্রসিং এর আগে ও পরে বৃষ্টি হওয়ার কারনে ছোট-বড় বিপদজনক বেশ কয়েকটি গর্ত হয়েছে। যেখান দিয়ে গাড়ি গুলোকে সাপের মতো একে বেঁকে চলতে হচ্ছে। এছাড়াও পঞ্চবটি আসা-যাওয়ার সড়কেরও একই অবস্থা। অপর দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক উন্নয়নের কাজ চলমান।

গাড়ি চালকেরা বলছেন, খুব সমস্যা হয়ে যাচ্ছে এখান দিয়ে গাড়ি চালাতে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি চালানোর সময় মনে হয় এই বুঝি গাড়ি উল্টে যাচ্ছে।

বেশ কয়েক জন অটোরিকশা চালকরা জানান, রাস্তায় যে পরিমান গর্ত হয়েছে তাতে করে গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে। এগুলো দেখার কেউই নেই।

সাধারণ যাত্রীরা বলেন, আমাদের কষ্ট দেখার কেউই নেই। এই সড়ক দিয়ে ভালো মানুষই তো সঠিকভাবে চলাচল করতে সমস্যা হয়। আর কোনো মুমূর্ষ রোগী নিয়ে গেলে কি অবস্থা হবে তা একবার ভেবে দেখুন।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) ট্রাফিক বিভাগ নারায়ণগঞ্জ মোঃ আব্দুল করিম শেখ জানান, বেশ কিছু দিন টানা বৃষ্টি হওয়ার কারনে সড়কে ভাঙার সৃষ্টি হয়েছে। শহরের মুল সড়কে এতো ভাঙা থাকার কারনে ভোগান্তিতে পরতে হচ্ছে পরিবহন সহ সাধারণ যাত্রীদের। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা চেষ্টা করছে গাড়ি চলাচল সচল রাখতে কিন্তু গাড়ির গতি এখানে কম থাকার কারনে সিগনাল দিতে হিমসিম খেতে হচ্ছে আমাদের। শহরের এই সমস্যা সমাধান হলে গাড়ির চাপ কমে যাবে।

এ বিষয়ে জানার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌসকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার জন্য কল করলে তিনি ফোন ধরেননি।

(এস/এসপি/আগস্ট ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test