E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলাউড়ায় জঙ্গি অভিযান শেষ

১৭ জঙ্গি নিয়ে ঢাকার পথে সিটিটিসি

২০২৩ আগস্ট ১৫ ২২:১২:০৩
১৭ জঙ্গি নিয়ে ঢাকার পথে সিটিটিসি

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি জনপদ কালাপাহাড়ে আত্মগোপনে থাকা ১৭ জঙ্গিকে আটক করেছে স্থানীয় সিএনজি চালকরা। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় সেখানে পৌঁছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সদস্যরা। রাতেই আটক জঙ্গিদের নিজেদের হেফাজতে নিয়ে নেন। গত ১৪ আগষ্ট সোমবারের ওই অভিযান পরবর্তী সময়ে সেখানে সংবাদ সম্মেলনও করেন কাউন্টার টেরিরিজম প্রধান মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ আগষ্ঠ) সন্ধায় মৌলভীবাজারের পুলিশ লাইন্স কনফারেন্স হলে অভিযানের সমাপ্তি ও বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানাতে জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলন করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কর্মধা ইউনিয়নের স্থানীয় সিএনজি চালকদের বুদ্ধিমত্তায় অপরিচিত ওই ব্যক্তিদের আটক করা হয়। বিষয়টি মৌলভীবাজার জেলা পুলিশ অবগত করার পরই আধাঘন্টার মধ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সেখানে সোয়াত টিমের সদস্যসহ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সদস্যদের পাঠাই। একই সাথে আমাদের বুম ডিস্পোজাল ইউনিটকেও সেখানে পাঠাই। আমি ধন্যবাদ জানাই সোয়াত টিমের সদস্যদের-কে।

তিনি বলেন, কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন ১৭ জন জঙ্গিতে আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ও পরে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) সদস্যরাও যোগ দেয়। আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম- তাদের আরও আস্তানা এখানে আছে। এই ধারাবাহিকতা থেকে সোমবার তারা আস্তানা থেকে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা আটক করেন। আটকদের মাঝে কয়েকজন ডাক্তার ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২ জন ইঞ্জিনিয়ারও রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আশাকরি তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে। সিটিটিসি প্রধান আরও বলেন, জনতার হাতে সোমবার সকালে আটক ১৭ জঙ্গিকে ওই দিন রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের হেফাজতে নেওয়ার পর মঙ্গলবার সকালে কালাপাহাড় এলাকায় ফের জঙ্গি অভিযান চালানো হয়। সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান কুলাউড়ার জঙ্গি অভিযান সমাপ্তির ঘোষনা দিয়ে বলেন, অভিযানে তাদের আস্তানার মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক, নগদ অর্থ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজরের পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার) ও কাউন্টার টেরিরিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার সফিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক সহ পুলিশের উর্ধ্বেতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যায় কঠোর নিরাপত্তা দিয়ে ৩টি মাক্রোবাসে করে জনতার হাতে আটক ১৭ জঙ্গিকে নিয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সদস্যরা ঢাকার পথে যাত্রা শুরু করেন।

(একে/এসপি/আগস্ট ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test