E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জুম্মার নামাজে সাঈদীর জন্য দোয়া, ক্ষুব্ধ মুসল্লিরা

২০২৩ আগস্ট ১৮ ১৯:৩৮:০৫
জুম্মার নামাজে সাঈদীর জন্য দোয়া, ক্ষুব্ধ মুসল্লিরা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলােয়ার হোসাইন সাঈদীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করায় বিক্ষুব্ধ মুসল্লিরা মসজিদ ত্যাগ করেছেন।

ঘটনাটি ঘটেছে হরিণাকুণ্ডুর বাকচুয়া-লক্ষ্মীপুর জামে মসজিদে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজ শেষে মসজিদে অগ্নিদগ্ধে নিহত স্থানীয় মিনারুল ইসলাম ও তার পিতার জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সে সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্থানীয় জামায়াত নেতা নিজাম উদ্দিন লস্কর দাঁড়িয়ে দেলােয়ার হোসেন সাঈদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনার জন্য মসজিদের ইমামকে আহ্বান জানান। উপস্থিত মুসল্লিরা এতে আপত্তি করলে নিজাম লস্কর তাদের দোয়া মাহফিলে শরীক না হলে মসজিদ থেকে বেরিয়ে যেতে বলেন। এ সময় মসজিদের ভেতর হট্টগোলের সৃষ্টি হয় এবং কিছু বিক্ষুব্ধ মুসল্লি মসজিদ ত্যাগ করেন। এর পরপরই দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

মুসল্লি ইসলাম মণ্ডল জানান, আমি শেষ পর্যন্ত মসজিদে ছিলাম। নিজাম লস্করের নেতৃত্বে একজন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত রাজাকারের জন্য মসজিদের মতো পবিত্র স্থানে প্রকাশ্যে দোয়া-মোনাজাত পরিচালিত হতে দেখে আমি স্তম্ভিত।

স্থানীয় আরেক মুসল্লি শাকিল মোল্লা জানান, নিজাম লস্কর মসজিদে হঠাৎ করে দাঁড়িয়েই রাজাকার সাঈদীর জন্য দোয়া করতে বলে। এতে আমরা প্রতিবাদ করি এবং মসজিদ থেকে বের হয়ে আসি। এর দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা।

এ বিষয়ে নিজাম লস্করের ব্যক্তিগত মোবাইলে ফোন কল করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান,বিষয়টি আমি শুনেছি।নামাজের পর পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জকে আমি ঘটনাস্থলে পাঠিয়েছিলাম।

(একে/এএস/আগস্ট ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test