E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক

২০২৩ আগস্ট ২০ ১৭:৩৩:০৭
পলাশবাড়ীতে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক

রবিউল ইসলাম, গাইবান্ধা : "শেখ হাসিনার বারোতা, নারী-পুরুষ সমতা শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়" এই প্রতিবাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা তথ্য কেন্দ্র, তথ্যআপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)-এর আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রাম জাহাঙ্গীর আলমের বাড়িতে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা পারুল।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ খাতুন ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্যআপা) মোছা: সিমা খাতুন।

বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক আলোচনা পর্যালোচনাসহ বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় প্রকল্পের আওতাধীন বহু সংখকনারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরআই/এসপি/আগস্ট ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test