E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ সদর আসনে জনপ্রিয়তার শীর্ষে ডাঃ এম এ আজিজ 

২০২৩ আগস্ট ২২ ১৮:০৫:৫০
ময়মনসিংহ সদর আসনে জনপ্রিয়তার শীর্ষে ডাঃ এম এ আজিজ 

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : আরমাত্র কয়েক মাস পর দেশের সংবিধান অনুয়ায়ী দ্বাদশ সংসদ নির্বাচন। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সমীকরনে এই নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জ বলছেন সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকগণ। এই অবস্থায় ময়মনসিংহ ১১টি সংসদীয় আসনের মধ্যে বর্তমান সংসদ সদস্যদের অনেকেই  ছিটকে ও মুখ থুবড়ে পড়বেন বলে মনেভকরছেন সচেতন মহল। এদিকে ময়মনসিংহ ১১টি আসনের মধ্য ময়মনসিংহ ৪ আসন অত্যান্ত গুরুত্বপূর্ণ।  তাই এই আসনের প্রার্থীতার উপর অন্যান্য আসনের বিজয় অনেকাংশে নির্ভর করে, সে ধারনা পেশাজীবি মহলের। এই আসনে ক্লিন ইমেজের জনপ্রিয় রাজনৈতিক নেত্রীত্বের অধিকারী ডাঃ এম এ আজিজ কে নিয়ে বিভিন্ন সচেতন, ও রাজনৈতিক মহলের চূলচেরা বিশ্লেষণ, সচেতন মহল মনে করে ডাঃ এম এ আজিজ একমাত্র প্রার্থী, যিনি নৌকার মাঝি হিসেবে আগামী দিনগুলো বেয়ে যাবেন।

ডাঃ এম এ আজিজ দীর্ঘ দিন যাবৎ সদর আসনের অবহেলিত মানুষের জন্য নিজ উদ্দোগে সেবা দিয়ে পাশে রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও উন্নয়নের সুফল নিজে গিয়ে পৌছে দিচ্ছেন জনগনের দৌড়গোড়ায়--।নিজ উদ্দোগে দিয়ে যাচ্ছেন সহযোগিতার হাত প্রসারিত করছেন।

ময়মনসিংহ সদর ৪ আসনটি উদ্ধারের জন্য একমাত্র পরিচ্ছন্ন রাজনিতীবিদ ডাঃ এম এ আজিজ বলেই ধারনা করছেন সচেতন নগরবাসী। ডাঃ এম এ আজিজ তৃনমূল পর্যায়ে নিরবচ্ছিন্ন ভাবে জনসেবা চালিয়ে যাচ্ছেন, ময়মনসিংহ চরঞ্চলে ৫ ট ইউনিয়নে তার ব্যাপক জনপ্রিয়তা, অন্য কোনো নেতা নেত্রীকে বিপদে না পেলেও তারা বিপদের মুহুর্তে ডাঃ আজিজ কে পেয়ে যান সহজেই, যদি কোনো কারনে তাকে না পাওয়া যায় তার উত্তরসুরী যুবলীগ নেতা তারুন্যের অহংকার এইচ এম ফারুক সেবা প্রত্যাসীদের দৌড়গোড়ায় হাজির সুযোগ্য ভাইয়ের আদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করে আসবেন, নির্লিপ্ত ভাবে এটাই চরঞ্চল বাসীর অহংকার।

এই জনপ্রিয়তা দেখে অনেক নেতা/ নেত্রী হতভম্ভ ডাঃ এম এ আজিজ চিকিৎসা সেবায় নগরবাসীকে নানা ভাবে সহযোগিতা করে চলেছেন একাধারে। ডাঃ এম এ আজিজ ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনিতী হাতে খড়ি। ১৯৮২ সালে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন, ১৯৮৩ সালে তিন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন-- তার অদূরদর্শীতা ও বলিষ্ঠ নেত্রীত্বে ১৯৮৪ঃ সালে তিনি ছাত্রলীগ সভাপতি নির্বাচিত হন। ডাঃ এম এ আজিজ অত্যান্ত প্রখর ও মেধাবী ছিলেন, তাই এম বি বি এস পাশ করার পর বি এম এ ময়মনসিংহ শাখার কেন্দ্রীয় কাউন্সিলর নির্বাচিত হন, এবং ১৯৯৩ সালে আওয়ামীলীগের ভাতৃপ্রতিম সংগঠন "স্বাধীনতা চিকিৎসক পরিষদ' স্বাচীপ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সদস্যপদ লাভ করেন। তিনি ১৯৯৯ সালে কেন্দ্রীয় বি এম এর প্রচার সম্পাদক পদ লাভ করেন-, ২০০১ সালে তিনি আওয়ামিলীগের দূঃসময়ে স্বাচীপের সাংগঠনিক সম্পাদক হয়ে নিজ উদ্দোগে দলের জন্য কাজ করেন, ১/১১ দূঃসময়ে যখন দলের নেতা কর্মীরা বিভ্রান্ত হচ্ছিলেন-তখন তিনি স্বাচীপের নেতাকর্মীদের ঐঐক্যবদ্ধ করার আপ্রান চেষ্টা করেন এবং সফল কাম হন।

পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার পরিক্ষীত নেতা হিসেবে ডাঃ এম এ আজিজকে স্বাচীপের মহাসচিবের দায়িত্ব দেন। অতঃপর তিনি পেশাগত ও সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করেন, ডাঃ এম এ আজিজ বলেন ময়মনসিংহ বাসীর সেবায় নিজেকে ঊৎস্বর্গ করেছি- মানুষের সেবার মাঝে আমি আনন্দবোধ করি।

ডাঃ এম এ আজিজ ময়মনসিংহ বাসীর কাছে একটি নিবেদিত প্রাণ, এক বাক্যে ময়মনসিংহ বাসী প্রতিটি মানুষ ডাঃ এম এ আজিজকে আমাদের ডাঃ ভাই বলে সন্মোধন করে। তিনি দীর্ঘ সময় ময়মনসিংহ সদরের বিভিন্ন অঞ্চলে পথ সভা, উঠান বৈঠক, মতবিনিময়, সেমিনার, আলোচনা সভা, ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা ঘড়ে ঘড়ে পৌঁছে দিচ্ছেন, ময়মনসিংহ অঞ্চলের মানুষের মানবতার জন্য উৎস্বর্গকৃত একজন বীর ডাঃ এম এ আজিজ। নিম্ন আয়ের মানুষের কাছে তিনি একজন মহামানব।

এ অবস্থায় ময়মনসিংহ সদর ৪ আসনের জন্য একমাত্র যোগ্য ও জননন্দিত ডাঃ আজিজের বিকল্প শুধুই ডাঃ আজিজ। ডাঃ আজিজ শুধু ব্যাক্তি নয়, তিনি মময়মনসিংহ মানুষের হ্নদয়ে একটি প্রতিষ্ঠান। সোনার বাংলা গড়ার একজন কারিগড়।

(এনআরকে/এসপি/আগস্ট ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test