E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রাফিক আইন মানতে জামালপুরে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ 

২০২৩ আগস্ট ২৩ ১৮:১৩:৩১
ট্রাফিক আইন মানতে জামালপুরে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মোটরসাইকেল চালকদের থামিয়ে ফুলের শুভেচ্ছা ও চকলেট দিয়ে সর্তকবার্তা দিচ্ছে পুলিশ। হেলমেট পরিহিত চালকদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে তারা। একই সঙ্গে হেলমেট ছাড়া চালকদের চকলেট দিয়ে সর্তক করা হচ্ছে।

ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। 'পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পড়ুন' শ্লোগানে চালকদের হেলমেট পরিধানে উৎসাহিত করতেই নেওয়া হয়েছে বিশেষ এই ট্রাফিক সচেতনতা কার্যক্রম।

এ উপলক্ষে বুধবার (২৩ আগস্ট) দুপুরে শহরের ব্যস্ততম এলাকা দয়াময়ী মোড়ে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করে পুলিশ। এ সময় হেলমেট পরা মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। একই সঙ্গে হেলমেট ছাড়া চালকদের চকলেট উপহার দিয়ে সর্তক করেন তিনি।

পুলিশ সূত্র জানায়, বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি মারা যায়। এক্ষেত্রে মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে হবে। এতে দুর্ঘটনার কবল থেকে মোটরসাইকেল চালকরা সুরক্ষিত থাকবেন এবং তিনি বেঁচে থাকলে তার পরিবারটি নিরাপদ থাকবে।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ট্রাফিক আইনে বড় অপরাধ। তাই এসব চালকদের সচেতন করতেই পুলিশ মাঠে নেমেছে। এ সময় কিছু মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট না থাকায় তাদেরকে জরিমানা না করে সতর্ক করা হয়েছে। এছাড়া চালক ও আরোহীদের হেলমেট পড়া এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ সুপার মহোদয় বলেন, চকলেট উপহার দিয়ে সতর্ক করেছি। এটি জামালপুর জেলা পুলিশের এটি একটি চলমান কার্যক্রম। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে এবং মোটরবাইক চালকদের হেলমেট পরতে উৎসাহ যোগাতে এ রকম উদ্যোগ ভবিষ্যতে সকল থানা পর্যায়েও অব্যাহত থাকবে।

(আরআর/এসপি/আগস্ট ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test