E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুদ্ধাপরাধীদের বিচার করেই জাতিকে কলংক মুক্ত করা হবে:মাহবুব-উল-আলম হানিফ

২০১৪ নভেম্বর ০২ ১০:৪২:৫৯
যুদ্ধাপরাধীদের বিচার করেই জাতিকে কলংক মুক্ত করা হবে:মাহবুব-উল-আলম হানিফ


কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (এমপি) বলেছেন, প্রত্যেকটা যুদ্ধাপরাধীদের বিচার যতদিন পর্যন্ত শেষ না হবে, ততদিন এই বিচার প্রক্রিয়া চলবে। আমরা সকল যুদ্ধাপরাধীদের বিচার করেই এই জাতিকে কলংক মুক্ত করবো সেই প্রত্যই নিয়েই কাজ করে যাচ্ছি।

যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াত ও বিএনপি যে ধরনের কর্মসূচীই দিক না কেন এদেশের মানুষ কখনই তা মেনে নেবে না। এবং অতীতের মত ঘৃণাভরে তা প্রত্যাখান করবে। হানিফ আরো বলেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী সর্বচ্চ শাস্তি হবে এবং এর প্রেক্ষিতে জামায়াত ইসলামী হরতাল ডাকবে জেনেই বেগম খালেদা জিয়া নাটোরের জনসভার তারিখ পরিবর্তন করেছেন।
১নবেম্বর দুপুরে কুষ্টিয়ায় জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু মার্কেটে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম নূরজাহান মিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি মাহবুব-উল-আলম হানিফ ছাড়াও আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান এমপি, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ।

(কেকে/এসসি/নবেম্বর০২,২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test