E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহের এসপি মাছুম আহাম্মেদের সফলতার এক বছর

২০২৩ আগস্ট ২৯ ১৫:৩৮:২৭
ময়মনসিংহের এসপি মাছুম আহাম্মেদের সফলতার এক বছর

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : একজন সৎ, কর্মঠ, নিরহংকারী, দক্ষ ও মানবিক পুলিশ অফিসার হিসেবে ইতোমধ্যে যিনি ময়মনসিংহের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন জেলার পুলিশ সুপার মাছুম আহমদ ভূঞা।

দেশের আলোচিত জনপথ ময়মনসিংহের জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহাম্মেদ ভুঞা। ময়মনসিংহে যোগদান করেছেন ২০২২ সালের ২৭ আগস্ট। একের পর এক ধারাবহিক সফলতার বৌদলতে মাত্র এক বছরেই বাজিমাত করেছেন আকাশসম জনপ্রিয়তা। কর্মগুনো আলো ছড়ানো জেলা পুলিশের এ সর্বোচ্চ অভিবাবক দলমত ধর্শ বর্ণ পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শতভাগ সৎ কর্ম অন্তপ্রাণ, অক্লান্ত পরিশ্রমী ও দুঃসাহষিক খ্যাত এই পুলিশ কর্মকর্তা এ যাবৎকালের সর্বাধিক জনপ্রিয় পুলিশ সুপার হিসেবেও সর্বজন স্বীকৃত তিনি।

সময়ের আলোচিত ও আতঙ্কিত জনপথ ময়মনসিংহে যোগদান করেই ঘুষ, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে ক্রসেড ঘোষণা করেছিলেন তিনি। অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই মাঠে নেমেছিলেন সাম্যবাদ অগ্রদুত অসাম্প্রদায়িক নীতির এই খাটি বাঙালি। বঙ্গবন্ধু' ও শেখ হাসিনা অন্তপ্রাণ পুলিশ কর্মকর্তা মাছুম আহাম্মেদ ভুঞা। তার হাত ধরেই সাধিত হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিাতির অমুল উন্নয়ন। ঘুষের প্রথা বন্ধ করে পুলিশকেও গড়ে তুলেছেন মানবিক পুলিশ হিসেবে। পুলিশ কতৃক সাধারণ জনগণ হয়রানির চিরচারিত প্রথাও বন্ধ হয়েছে তাঁর হাতধরে।

নাগরিক সেবা, যানজট নিরসন আর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছেন তিনি। বদলে দিয়েছেন ক্রাইমজোন খ্যাত দেশের বহুল আলোচিত জনপথ ময়মনসিংহের চালচিত্র। চুরি, ডাকাতি, ছিনতাই, চাদাঁবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনেও নজির সৃষ্টি করেছেন। মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, বাল্য বিবাহ প্রতিরোধ, চাঞ্চল্যকর মামলার রহস‍্য উদঘাটনেও প্রশংসিত হয়েছেন তিনি।

(এনআরকে/এসপি/আগস্ট ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test