E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচরে ননদকে পিটিয়ে হত্যা, ভাবীসহ গ্রেপ্তার ৩

২০২৩ আগস্ট ২৯ ১৮:৪১:১১
কুলিয়ারচরে ননদকে পিটিয়ে হত্যা, ভাবীসহ গ্রেপ্তার ৩

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভাইকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে ভাবির হাতে ননদকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আছমা (৫৫), একই উপজেলার লনাবাইদ গ্রামের দুলাল মিয়া দুলুর স্ত্রী। সে ২ ছেলে ও ৫ মেয়েসহ ৭ সন্তানের জননী। তিনি পেশায় একজন গৃহিণী।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্ততার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ছয়সূতী এলাকার নিহতের ভাই শাহজাহান মিয়ার স্ত্রী ভাবি নাছিমা (৪৫), নাছিমার ছোট বোন আব্দুস সাত্তার মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৩৫) ও নাছিমার মেয়ে রুবেল মিয়ার স্ত্রী সাথী আক্তার (২০)।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে স্বামী শাহজাহান মিয়াকে মারধর করে স্ত্রী নাছিমা। এ ঘটনায় মঙ্গলবার সকালে বাড়ির কাছেই বোনদের বাড়ি হওয়ায় ভাইয়ের পক্ষে এসে প্রতিবাদ করে বোন আছমা ও নাদিরা। প্রতিবাদে আছমার সাথে ভাবী নাছিমার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে নাছিমা, তার মেয়ে সাথী ও ছোট বোন নার্গিস মিলে আছমার চুল ধরে টানাটানি, কিল ঘুষি, গলাচিপা ও নারিকেলের ডাঙ্গার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আছমা। সাথে সাথে আছমার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন আছমাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আছমার মৃত্যু হয়।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

(এস/এসপি/আগস্ট ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test