E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পপি’র এসইপি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা

২০২৩ আগস্ট ৩০ ১৫:৫৮:১৭
পপি’র এসইপি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা

ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার জুতা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশসম্মত টেকসই উদ্যোগে উন্নীতকরণ উপ-প্রকল্প সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

২৯ আগস্ট মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাদুকা মালিক সমিতির সাধারণ সম্পাদক সবুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ।

পপি-এসইপি প্রকল্প ব্যবস্থাপক বাবুল হোসেনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া, পপি’র পরিবেশ কর্মকর্তা মোস্তফা কামাল, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড সদস্য সেন্টু মিয়া, পাদুকা মালিক সমিতির কোষাধ্যক্ষ আশরাফ উদ্দিন, সুমাইয়া সুজ ফ্যাক্টরী মালিক মো. জিলানী মিয়া, পাদুকা উন্নয়ন ফোরাম সভাপতি লাল মিয়া, পাদুকা বজ্য সংরক্ষণকারী সায়দুল খন্দকার, কেএ সুজ ফ্যাক্টরী মালিক রুস্তম আলী, কাজি সুজ ফ্যাক্টরী মালিক সালা উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এসইপি প্রকল্পের মাধ্যমে পাদুকা ব্যবসা গুচ্ছ ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশ সম্মত টেকসই চর্চা বৃদ্ধি করার জন্য উপযুক্ত প্রযুক্তির প্রচলন করা হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোগ সমূহের সামর্থ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া পরিবেশ ও মানসম্মত পণ্য এবং সেবা উৎপাদনের মাধ্যমে বড় বাজারে প্রবেশাধিকার তৈরিতে সহযোগিতার পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

(এমএ/এসপি/আগস্ট ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test