E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

২ হাজার কোটি টাকা পাচার মামলার আসামি সিদ্দিক কারাগারে

২০২৩ আগস্ট ৩১ ১৯:২৪:৩৬
২ হাজার কোটি টাকা পাচার মামলার আসামি সিদ্দিক কারাগারে

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে (৪৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই দিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের।

এর আগে, গত ০৯ আগস্ট ফরিদপুরের কোতোয়ালি থানায় চাঁদাবাজি ও নীতি বহির্ভূতভাবে ১০০ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা উপার্জন করার অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ দমন আইন ২০১২ (সংশোধনী/২০১৫) -এর ৪(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

সেই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। আর মামলাটি দায়ের করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরিদপুরের পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন। মামলায় সিদ্দিকুরকে প্রধান করে পাঁচজনকে আসামি করা হয়।

ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের বলেন, আসামি সিদ্দিকুর রহমান উচ্চ আদালত থেকে চার সপ্তাহের এন্ট্রি সেক্টরে জামিন নিয়েছিলেন।

বুধবার (৩০ আগস্ট) ফরিদপুর জজকোর্টে আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানো হয়।
এ মামলায় অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত (৪৭), বরকতের ছোট ভাই ও ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল (৪৫) এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এএইচএম ফুয়াদ। বর্তমানে এই চার আসামি ২ হাজার কোটি টাকার মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১০-১৯ সাল পর্যন্ত আসামি সিদ্দিকুর রহমান টেন্ডার বাণিজ্য এবং হাতুড়ি বাহিনী গঠন করে অপর আসামিদের সহযোগিতায় নানা অপকর্মের মাধ্যমে জ্ঞাত বহির্ভূতভাবে বিপুল সম্পদের মালিক হন। সিদ্দিকুর ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার সম্পূরক চার্জশিটভুক্ত আসামি।

(ডিসি/এসপি/আগস্ট ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test