E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আমতলীতে প্রতিপক্ষকে মারধরের অভিযোগ, আহত ৪

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৯:০২:৪২
আমতলীতে প্রতিপক্ষকে মারধরের অভিযোগ, আহত ৪

আসাদ সবুজ, বরগুনা : বরগুনার আমতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর করার  অভিযোগ করেছেন কুকুয়া ইউনিয়নের মৃত্যু সুন্দর আলির ছেলে মোঃ শাহ আলম মুসুল্লির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে প্রতিপক্ষ আনেয়ার ফকিরসহ তার দলীয় লোকজন নিয়ে গায়ের জোরে শাহাআলম মুসল্লীর দখলীয় জমিতে বীজ রোপন শুরু করে।

এ সময় শাহালোম মুসুল্লী ও তার পরিবারের লোকজন বাধা দিলে আনোয়ার ফকির, আলমগীর ফকির, নজরুল কাজী, সোহেল ফকির, স্বপন ফকির, মস্তফা ফকিরসহ তাদের দলবল অযথা তর্কের সৃষ্টি করে শাহাআলম মুসল্লীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শাহাআলম মুসল্লীর স্ত্রী মমতাজ বেগমকে কুপিয়ে ও ছেলে ওমর ফারুক নাসির আকন, বেল্লাল হোসেনকে লঠি দিয়ে মারধর করে মাথাসহ বুকে-পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ফুলা জখম করে। পরে আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আনোয়ার ফকির গংরা চলে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত আনোয়ার ফকির কোন কথা বলবেনা বলে জানান।

আমতলী থানার অফিসার ইনাচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test