E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধা ৪ আসনে আ.লীগের প্রার্থী হিসেবে সাড়া ফেলেছেন ত্যাগী নেতা লতিফ প্রধান

২০২৩ সেপ্টেম্বর ২৮ ১৮:০৭:৪৭
গাইবান্ধা ৪ আসনে আ.লীগের প্রার্থী হিসেবে সাড়া ফেলেছেন ত্যাগী নেতা লতিফ প্রধান

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা ৪ (গোবিন্দগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক ছাত্রলীগ নেতা, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ প্রধান। স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনে পদার্পণ করা এই ত্যাগী ও পরিশ্রমী আওয়ামী লীগ নেতা তার রাজনৈতিক জীবনে বহু চড়াই উৎরাই পার করে এতোদুর এসেছেন। জাতীয় পার্টির ঘাটি হিসেবে এক সময়ের পরিচিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাটিতে আওয়ামী লীগের ঘাটি হিসেবে প্রতিষ্ঠা করতে হাতে গোনা যে কয়জন ভুমিকা রেখেছেন তার মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধার সন্তান এই আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ প্রধান। আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা মামলার স্বীকার হতে হয়েছে, একাধিকবার কারাভোগ করতে হয়েছে তাকে। ২০০১ সালে বিএনপি'র অপারেশন ক্লিন হার্টে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ প্রধানকে আর্মি কর্তৃক অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে, যেতে হয়েছে জেলে। ১/১১ পরবর্তী সময়ে শেখ হাসিনা মুক্তি আন্দোলনে স্থানীয় ভাবে আন্দোলনের নেতৃত্ব ও উক্ত আন্দোলনকে বেগবান করতে সবচেয়ে সক্রিয় ভুমিকায় ছিলেন এই আওয়ামী লীগ নেতা।

আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল লতিফ প্রধান স্থানীয় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে তৃনমুল থেকে উঠে আসা একজন পরিপক্ব রাজনীতিবিদ। ৮০ দশকের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি শুরু করা এই জেলা আওয়ামী লীগ নেতা গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিটি জনগণের অত্যন্ত কাছের মানুষ হিসেবে সুপরিচিত ব্যক্তিত্ব। রাজনৈতিক জীবনে কলেজ ছাত্রলীগের নেতৃত্বের পর লতিফ প্রধান গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সাংগঠনিক ভাবে অত্যন্ত দক্ষ, সফল, পরিশ্রমী ও ত্যাগী এই আওয়ামী লীগ নেতা তার সংগঠনিক কাজের পাশাপাশি বিভিন্ন সময়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে সাধারণ জনগণের সাথে সংযুক্ত থেকেছেন ও জনসেবায় নিজেকে ব্যস্ত রেখেছেন। ২০০৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পরপর তিনবার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়াও মোঃ আব্দুল লতিফ প্রধান 'উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ উপজেলা ক্রিয়া সংস্থা'র উপদেষ্টা, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি, মহিমাগঞ্জ মহাবিদ্যালয় গভর্নিং বডি'র সভাপতি এবং মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে সততার সাথে দায়িত্ন পালন করে চলেছেন।

বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ প্রধান ইতিমধ্যে গোবিন্দগঞ্জ উপজেলাকে আওয়ামী লীগের শক্ত ঘাটি হিসেবে গড়ে তুলেছেন। দলীয় সাংগঠনিক ও সামাজিক কার্যাবলীর পাশাপাশি দীর্ঘদিন আগে থেকেই দলের পক্ষে প্রচার প্রচারণায় মাঠে নেমে করে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা সমাবেশ ও নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা তুলে ধরছেন জনগণের ঘরে ঘরে। নিয়মিত নৌকায় ভোট চেয়ে চালিয়ে যাচ্ছেন দলীয় প্রচার প্রচারণা।

এ সম্পর্কে দৈনিক বাংলা ৭১ কে আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল লতিফ প্রধান বলেন, 'আমি সারা জীবন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে দলের জন্য নিরলস ভাবে কাজ করেছি, করে যাচ্ছি এবং যাবো। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার নেত্রী শেখ হাসিনা ও নিজ দলের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি।'

আরেক প্রশ্নের জবাবে এই নেতা আরো জানান, 'গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিটি জনগণ আমার চেনা জানা পরিচিত আপনজন। দীর্ঘদিন রাজনীতি করছি। ইউনিয়ন ও উপজেলা পরিষদ মিলিয়ে প্রায় দুই যুগ ধরে আমি স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে যাচ্ছি। গোবিন্দগঞ্জ আওয়ামী লীগের সঠিক বার্তা জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছালে সামগ্রিক বিবেচনায় বঙ্গবন্ধু কন্যা আমাকেই দলীয় মনোনয়ন দিবেন বলেই আমি বিশ্বাস করি। আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার সময় যে ভোট (প্রায় দেড় লাখ) পেয়েছি তার থেকে এখন অনেক বেশি ভোট পেয়ে বড় ব্যবধানেই নৌকাকে বিজয়ী করতে পারবো, ইনশাআল্লাহ। রাজনীতি'র মাঠ আমি গুছিয়ে রেখেছি।'

আরেক সম্পূরক প্রশ্নের জবাবে আব্দুল লতিফ প্রধান আরো বলেন, "জননেত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক, আমাদের মা। তাঁর সব সিদ্ধান্তকেই আমি সব সময় গুরুত্বের সাথে মাথা পেতে নিয়েছি এবং ভবিষ্যতে তার ব্যর্তয় কখনোই ঘটবে না। বাকী জীবন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে তাঁর নির্দেশনা মতো কাজ করে যেতে চাই।

উল্লেখ্য: সম্প্রতি গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধান। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক ২০০৩ এ গাইবান্ধা জেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারীদের শ্রেষ্ঠত্বের এই পুরস্কারে ভূষিত করে জেলা প্রাথমিক শিক্ষা কমিটি।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test